নিচে কতগুলা পরামর্শ দেয়া আছে যেগুলা আপনার জীবনে Girlfriend Related বেশ কতগুলা সমস্যার সমাধান দেবে।
১। আপনি প্রশংসা করেন কম : এটা সত্যিই খুব খারাপ লক্ষন । যদি আপনি আপনার সম্পর্কটা everlasting তৈরি করতে চান তাহলে সরাসরিভাবে তার প্রশংসা করুন। শুনেন, প্রতিটি মেয়েই তার বয়ফ্রেন্ডের কাছ থেকে প্রশংসা পেতে চায়। তার রুপের প্রশংসা করুন, কোন সুন্দর Dress পড়লে প্রশংসা করুন। কথার প্রশংসা করুন। মনে রাখবেন, প্রশংসা করলে আপনার কিচ্ছু ক্ষতি হবে না। পকেট থেকে একটা টাকাও যাবে না। বরং লাভই হবে।
২ । আপনি আপনার Girl Friend কে গুরুত্বই দেন না: এইটি কখনও করবেন না। তাকে গুরুত্ব দিন সব কিছুতে যদি সে যোগ্য হয়। যদি সে কোন ভুল করে তবে তাকে বকাঝকা করবেন না। তাকে জানান যে কি ভুল সে করেছে এবং কিভাবে সে উন্নতি করতে পারে। শুনন, মেয়েরা কখনোই boyfriend এর কাছ থেকে উল্টাপাল্টা কিছু শুনতে চায় না । বরং, তারা সবসময় চায় যে কোন কিছুতেই তার প্রেমিক তার সাথে থাকুক।
৩। আপনি জন্ম দিন, Appointment তারিখ, Anniversary তারিখ ইত্যাদি ভুলে যান: It’s সত্যি terrific ।এইটি কখনও করবেন না। দরকার হলে কম্পিউটারে বা মোবাইলে নোট করে রাখুন। মেয়েদের কাছে এই তারিখ সম্পর্কিত ব্যাপারগুলা খুব স্পর্শকাতর। যদি আপনি এইটি কোনও ভাবে কোন তারিখ ভুলে যান, উপযুক্ত কারন দেখিয়ে স্যরি বলুন।
৪। আপনি যোগাযোগ রাখেন কম : Out of Sight, Out of Mind এটা নিশ্চিয় জানেন। নিয়মিত ফোন করুন, SMS পাঠান, মেসেন্জারেও কথা বলুন। মোট কথা, কাছে রাখুন সবসময়, যে কোন ভাবেই হোক।
৫। আপনি রোমান্টিক নন: এটা সত্যিই খারাপ। রোমান্টিক হতে চেষ্টা করুন । আপনাকে রোমান্টিক হতে একজন কবি হওয়ার দরকার নেই । আপনি যা অনুভব করেন Simply এটা প্রকাশ করুন। কি কি ভালো লাগে সব বলুন। দেখবেন সে খুশি হবে।
আশা করি পরামর্শগুলা আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ।
পোস্টের সূত্র: Love & Dating Tips
কতদিনের অভিজ্ঞতা শামীম ভাই? ;)
ReplyDeleteবাই দ্য ওয়ে, আপনি কি এখানে নিয়মিত লেখেন?
@রনি ভাই: হা হা হা.......
ReplyDeleteঅভিজ্ঞতা বেশী নাই.....তবে যা বুঝি তাই লিখি.....।:)