Wednesday, June 2, 2010

যে ৫ জিনিষ আপনার Girlfriend এর সঙ্গে কখনো করবেন না।

বর্তমানে Girlfriend জিনিসটা নিয়ে অনেককেই খাবি খেতে হয়। চিন্তা-ভাবনার বেশ বড় অংশই থাকে Girlfriend রিলেটেড। মন খারাপ হয় Girlfriend এর কারনে। মেজাজ খারাপ হয় GirlFriend এর কারনে। আসলে এর পিছনে কি কারনগুলা থাকে কখনো কি ভেবে দেখেছেন?

নিচে কতগুলা পরামর্শ দেয়া আছে যেগুলা আপনার জীবনে Girlfriend Related বেশ কতগুলা সমস্যার সমাধান দেবে। 
ভালোবাসা মানুষ



।    আপনি প্রশংসা করেন কম : এটা সত্যিই খুব খারাপ লক্ষন যদি আপনি আপনার সম্পর্কটা everlasting তৈরি করতে চান তাহলে সরাসরিভাবে তার প্রশংসা করুন। শুনেন, প্রতিটি মেয়ে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে প্রশংসা পেতে চায়তার রুপের প্রশংসা করুন, কোন সুন্দর Dress পড়লে প্রশংসা করুন। কথার প্রশংসা করুন। মনে রাখবেন, প্রশংসা করলে আপনার কিচ্ছু ক্ষতি হবে না। পকেট থেকে একটা টাকাও যাবে না। বরং লাভই হবে।

আপনি আপনার Girl Friend কে গুরুত্বই দেন না: এইটি কখনও করবেন নাতাকে গুরুত্ব দিন সব কিছুতে যদি সে যোগ্য হয়যদি সে কোন ভুল করে তবে তাকে বকাঝকা করবেন না।  তাকে জানান যে কি ভুল সে করেছে এবং কিভাবে সে উন্নতি করতে পারেশুনন, মেয়েরা কখনোই boyfriend এর কাছ  থেকে উল্টাপাল্টা কিছু  শুনতে চায় না বরং, তারা সবসময় চায় যে কোন কিছুতেই তার প্রেমিক তার সাথে থাকুক।  


।    আপনি জন্ম দিন, Appointment তারিখ, Anniversary তারিখ ইত্যাদি ভুলে যান:  It’s সত্যি terrific এইটি কখনও করবেন নাদরকার হলে কম্পিউটারে বা মোবাইলে নোট করে রাখুন। মেয়েদের কাছে এই তারিখ সম্পর্কিত ব্যাপারগুলা খুব স্পর্শকাতরযদি আপনি এইটি কোনও ভাবে কোন তারিখ ভুলে যান, উপযুক্ত কারন দেখিয়ে স্যরি বলুন।

আপনি যোগাযোগ রাখেন কম :  Out of Sight, Out of Mind এটা  নিশ্চি জানেননিয়মিত ফোন করুন, SMS পাঠান, মেসেন্জারেও কথা বলুন। মোট কথা, কাছে রাখুন সবসময়, যে কোন ভাবেই হোক।  

।    আপনি রোমান্টিক নন: এটা সত্যিই খারাপরোমান্টিক হতে চেষ্টা করুন আপনাকে রোমান্টিক হতে একজন কবি হওয়ার দরকার নেই আপনি যা অনুভব করেন Simply এটা প্রকাশ করুন। কি কি ভালো লাগে সব বলুন। দেখবেন সে খুশি হবে।

আশা করি পরামর্শগুলা আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ।

পোস্টের সূত্র: Love & Dating Tips

Related Posts:

  • Some Love Suggestions That I have Got TodayYou know, I am now in a hesitation of making a correct decision on the newly created love problem that i have mentioned in the previous post. In order to get a better decision of should I love one girl or not, I already gone … Read More
  • যে ৫ জিনিষ আপনার Girlfriend এর সঙ্গে কখনো করবেন না।বর্তমানে Girlfriend জিনিসটা নিয়ে অনেককেই খাবি খেতে হয়। চিন্তা-ভাবনার বেশ বড় অংশই থাকে Girlfriend রিলেটেড। মন খারাপ হয় Girlfriend এর কারনে। মেজাজ খারাপ হয় GirlFriend এর কারনে। আসলে এর পিছনে কি কারনগুলা থাকে কখনো কি ভেবে দেখেছ… Read More
  • What, if you feel that your lover or girlfriend is fake? One of my friends named Selim is continuing a relationship with a girl by mobile. Their relationship is very close and deep. They can’t think a day without any conversation over mobile. While they are in very deep, the boy w… Read More
  • Having Problem With A Girl | What To Do Now??? !-- /* Font Definitions */ @font-face {font-family:SimSun; panose-1:2 1 6 0 3 1 1 1 1 1; mso-font-alt:宋体; mso-font-charset:134; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:3 6… Read More

2 comments:

  1. কতদিনের অভিজ্ঞতা শামীম ভাই? ;)
    বাই দ্য ওয়ে, আপনি কি এখানে নিয়মিত লেখেন?

    ReplyDelete
  2. @রনি ভাই: হা হা হা.......

    অভিজ্ঞতা বেশী নাই.....তবে যা বুঝি তাই লিখি.....।:)

    ReplyDelete